ইউরোপ

জার্মানিতে করোনা বিধিনিষেধ তুলে দেয়ার চিন্তা

বার্লিন, ০৭ জুলাই – টিকাদানে গতি আসার পর সংক্রমণ কমে যাওয়ায় বিধিনিষেধ বাতিলের আলোচনা চলছে জার্মানিতে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস মনে করছেন, সামনের মাস থেকে বিধিনিয়ম চালু রাখার পক্ষে কোনো আইনি ও রাজনৈতিক যুক্তি অবশিষ্ট থাকবে না।

তার মতে, ‘আগামী মাসেই পরিস্থিতি এমন পদক্ষেপের জন্য উপযুক্ত হতে পারে।’

গত জানুয়ারি মাসেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাস এমন প্রস্তাব দিয়েছিলেন।

বর্তমানে প্রায় ৫৬ শতাংশ মানুষ করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় ৩৯ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়ে গেছেন জার্মানিতে। প্রতি এক লাখ মানুষের মধ্যে গড় সাপ্তাহিক সংক্রমণের হার বা ইনসিডেন্সের মাত্রা বহুদিন পর সামান্য বাড়লেও পাঁচের আশপাশেই রয়েছে। টিকা নিতে ইচ্ছুক প্রায় সব মানুষই সেই সুযোগ পেতে শুরু করেছেন। চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ২১শে সেপ্টেম্বরের মধ্যে সেই সুযোগ নিশ্চিত করতে চান।

জার্মানিতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার লক্ষ্যে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী ১৩ আগস্ট থেকে বুন্দেসলিগার মৌসুম শুরুর আগে রাজ্য বিভিন্ন রাজ্য সরকার ফুটবল স্টেডিয়ামে সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শকের উপস্থিতির সুযোগ দেবার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ০৭ জুলাই

Back to top button