দক্ষিণ এশিয়া

ভারতের স্বাস্থ্যমন্ত্রীসহ একাধিক মন্ত্রীর পদত্যাগ, সরে গেলেন বাবুল সুপ্রিয়ও

নয়াদিল্লী, ০৭ জুলাই- ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আজ বুধবার পদত্যাগ করেছেন বেশ কয়েকজন মন্ত্রী। ২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল করা হচ্ছে। মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন সন্ধ্যায়। পদত্যাগকারী মন্ত্রিদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ও। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়া, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন প্রতিমন্ত্রী দানবে রাওসাহেব পাটিল, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে, শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার, মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মন্ত্রিসভার রদবদলে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, আজ সন্ধ্যা ৬টায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই

Back to top button