বলিউড

বলিউডের কিংবদন্তিতুল্য দিলীপ কুমারের মৃত্যুতে মোদী ও মমতার শোক

মুম্বাই, ০৭ জুলাই – বলিউডের কিংবদন্তিতুল্য অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বুধবার (৭ জুলাই) টুইটারে শোক বার্তায় মোদী লিখেছেন, ‌‘দিলীপ কুমারজি অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন। তার কাজ বহু প্রজন্মকে বিমোহিত করেছে। তাকে একজন সিনেম্যাটিক কিংবদন্তি হিসেবে স্মরণে রাখবে দেশ। তার চলে যাওয়ায় আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হলো। তার পরিবার-পরিজন এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।

মমতা টুইটারে লিখেছেন, ‘সিনেমা জগতের বৈগ্রাহিক ব্যক্তিত্ব দিলীপ কুমারের মৃত্যুতে শোকাহত। তার অভিনয় ভবিষ্যৎ প্রজন্মের সিনেমা প্রেমীদেরও মনে গেঁথে থাকবে। আমার আন্তরিক সমবেদনা সায়রা বানুকে।’

দীর্ঘ দিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন এই অভিনেতা। গত ৩০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন তার।

গত ৬ জুন হাসপাতালে ভর্তি করা হয় দিলীপকে। ফুসফুসে অতিরিক্ত ফ্লুইড জমার সমস্যায় ভুগছিলেন তিনি। তবে সফল প্লিউরাল অ্যাসপিরেশন প্রক্রিয়ায় তার সেই সমস্যার সমাধান হয়েছিলো। ৫ দিন পরে হাসপাতাল থেকে ছুটি পেয়ে যান দিলীপ।

তবে আশির দশকের গোড়ায় কিছুটা হলেও ঝড়ের মুখে পড়েছিল তাদের দাম্পত্য। পাকিস্তারেন নাগরিক আসমার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন দিলীপকুমার। এমনও গুঞ্জন শোনা যায় তিনি সায়রা বানুকে ডির্ভোস দিয়ে বিয়ে করেছিলেন আসমাকে।

এন এইচ, ০৭ জুলাই

Back to top button