মধ্যাহ্ন বিরতির আগে সাদমানও আউট
হারারে, ০৭ জুলাই – জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের ১ম দিনে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তরুণ ওপেনার সাইফ হাসান। বেশিক্ষণ টিকতে পারেন নি নাজমুল শান্ত। দলের হাল ধরার চেষ্টা করলেও, মধ্যাহ্নভোজের বিরতির আগে আউট হয়ে গেছেন আরেক ওপেনার সাদমান ইসলামও।
হারারেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ইনজুরির কারণে খেলতে পারছেন না। ফলে ওপেন করতে নামেন সাইফ হাসান ও সাদমান ইসলাম। তবে সুযোগটা কাজে লাগাতে পারেন নি সাইফ। ইনিংসের ১ম ওভারেই সাজঘরে ফেরেন তিনি। মুজারাবানির বলে সরাসরি বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।
এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন আরেক তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তবে তিনিও দিতে পারেন নি আস্থার প্রতিদান। আরেকবার ব্যাট হাতে ব্যর্থ তিনি। মুজারাবানির শিকার হন তিনিও। স্লিপে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন শান্ত। তার সংগ্রহ মাত্র ২ রান।
মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা চালান অধিনায়ক মুমিনুল হক ও সাদমান ইসলাম। দু’জনে মিলে গড়েন ৬০ রানের জুটি। তবে বিরতিতে যাওয়ার আগমুহুর্তে, দলীয় ৬৮ রানে এনগ্রাভার বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরের পথ ধরেন সাদমান।
বিরতির পর ব্যাট করতে নামবেন মুমিনুল ও মুশফিক।
সূত্র : ইত্তেফাক
এন এইচ, ০৭ জুলাই