নাটক
মোশাররফ-তারিনের ‘অনাত্মীয় দম্পতি’
ঢাকা, ০৭ জুলাই – গল্পটি এক দম্পতির। সন্দেহের কারণে যাদের বিয়ের পাঁচ বছর পর বিচ্ছেদ হয়। তাদের ঘরে ছোট্ট একটি মেয়ে আছে, সে চায় তার বাবা-মাকে আবার এক করতে। ছোট্ট সেই মেয়ে বেশ কিছু কৌশল সাজায়- এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘অনাত্মীয় দম্পতি’।
সোহেল হাসানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তারিন জাহান। আরও আছেন মারুফ মিঠু, নুরে আলম নয়ন, মুনতাহা এমিলা ও অনন্যা।
নির্মাতা সোহেল হাসান জানান, ‘অনাত্মীয় দম্পতি’ প্রচার হবে ঈদে এনটিভিতে। দেখা যাবে টিভির নাটক ইউটিউব চ্যানেলেও।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৭ জুলাই