মেসি না নেইমার?
ক্লাব ফুটবলে কি পাননি লিওনেল মেসি? সব ধরনের টুর্নামেন্টে শিরোপা জেতা, ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য গোল্ডেন বুট, বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া থেকে শুরু করে কত কিছুই না পেয়েছেন তিনি। প্রতিটি ম্যাচে রেকর্ড ভাঙা-গড়ায় মাতোয়ারা এই তারকা ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারটা ধূসর। নিজ দেশের জার্সি গায়ে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ট্রফি জেতা হয়নি এই তারকা ফরোয়ার্ডের। তবে এবার সেই অধরা শিরোপার আক্ষেপ গোছানোর সুযোগ হাতছানি দিয়ে ডাকছে তাকে। কোপার মঞ্চে ব্রাজিলকে হারাতে পারলেই ক্যারিয়ারে একটি হলেও আন্তর্জাতিক ট্রফি জেতা হবে এলএম টেনের।
২০০৫ সালে আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে অভিষিক্ত হন লিওনেল মেসি। এরপর থেকে জাতীয় দলে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। তার দল আর্জেন্টিনা বেশ কয়েকবার কোপার ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি আলবেসেলেস্তাদের। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে একক নৈপুণ্যতায় দলকে ফাইনালে তুলেছিলেন মেসি। কিন্তু জার্মানির সঙ্গে হেরে বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি তাদের। পরের বছর কোপাতে আবারও ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এবারও হেরে স্বপ্নভঙ্গ হয় আসরের দ্বিতীয় সফলতম দলটির।
মেসি তার ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে সব ধরনের টুর্নামেন্টেই শিরোপা জিতেছেন। একই সঙ্গে ছয়বার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে ব্যক্তিগত অনেকগুলো অর্জন থাকলেও তার আক্ষেপ একটি আন্তর্জাতিক ট্রফিকে ঘিরে। এবার না পারলে হয়তো তা আর কখনোই পারবেন না ফুটবলের এই খুদে জাদুকর।
অন্যদিকে, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তার ক্লাব ক্যারিয়ারে খুব একটা সফল না। তবে তার নান্দনিক ফুটবল মুগ্ধ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ফুটবল ভক্তদের। ক্লাব ক্যারিয়ারে ইনজুরির কারণে নিজেকে তেমন মেলে ধরতে না পারলেও জাতীয় দলের জার্সিতে বদলে যান তিনি। ২০১০ সালে ব্রাজিলের জার্সি গায়ে দেওয়ার পর দলটির হয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। তবে ১১ বছরের ফুটবল ক্যারিয়ারে মেজর কোনো শিরোপা জেতা হয়নি পিএসজিতে এই তারকা ফরোয়ার্ডের।
ব্রাজিলের অলিম্পিক দলের হয়ে ২০১৬ সালে জার্মানিকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিলেন নেইমার। তবে সেটা তো আর ব্রাজিল মূল দলের হয়ে না, অলিম্পিক দলের হয়ে জেতেন তিনি। ব্রাজিল মূল দল কোপার সবশেষ আসরে শিরোপা জিতলেও সেই দলে ছিলেন না নেইমার। মূলত ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ায় সেই দলের হয়ে শিরোপা উৎসবে অংশ নিতে পারেননি তিনি। তবে এবার ঘরের মাঠে সেই সুযোগ থাকছে নেইমারের সামনে।
চলতি কোপাতে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে খেলেছেন তিনি। দারুণ নৈপুণ্যতায় দলকে জিতেছেন এই তারকা ফরোয়ার্ড। কোয়ার্টার ও সেমিফাইনালেও তার জাদুতে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই ম্যাচ সেরা হয়েছে তিনি। নিজে দুই গোল করলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন তিন গোল। সব মিলিয়ে সময়ের সেরা ছন্দে থাকা নেইমার আর্জেন্টিনাকে হারাতে পারলেই জাতীয় দলের হয়ে মেজর শিরোপার আক্ষেপ গোছানোর সুযোগ তো পাচ্ছেনই।
আগামী রোববার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোটি কোটি ফুটবল ভক্ত মেসি-নেইমারের দ্বৈরথ দেখার জন্য অপেক্ষা করছে। ব্রাজিল শিরোপা ধরে রাখতে পারলেই আক্ষেপ গোছাবে নেইমারের, অন্যথায় প্রথম আন্তর্জাতিক শিরোপা ছুঁয়ার সুযোগ থাকছে মেসির সামনে।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৭ জুলাই