শুরুতেই জোড়া আঘাত, সাজঘরে সাইফ-শান্ত
হারারে, ০৭ জুলাই – জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ব্যাট করতে এসে শুরুটা ভালো হয়নি টাইগারদের। প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার সাইফ হাসানকে হারিয়েছে বাংলাদেশ। শূন্য রানে সাজঘরে ফিরেছেন এই ব্যাটসম্যান। খানিক সময় পরই ফেরেন তিনে আসা নাজমুল হোসেন শান্ত। আজ বুধবার হারারে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
টসে জিতে ব্যাট করতে আসেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ও সাইফ হাসান। প্রথম ওভারের পঞ্চম বলেই সাইফকে ফেরান ব্লেসিং মুজারাবানি। রানের খাতা না খুলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। খানিক সময় পরই তিনে আসা নাজমুল হোসেন শান্তকে স্লিপে মায়ের্সের তালুবন্দি করেন মুজারাবানি। দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরেন সাদমান ইসলাম ও অধিনায়ক মুমিনুল হক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ : ২৩/২(৯ওভার)
বাংলাদেশ একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ : রেগিস চাকাভা, রয় কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৭ জুলাই