ময়মনসিংহ

দেড়শ দরিদ্র পরিবারে ময়মনসিংহ পুলিশের ‘১০ টাকার বাজার’

ময়মনসিংহ, ০৭ জুলাই-  ‘সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক’- এই শ্লোগানে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ১০ টাকায় বাজার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা পুলিশ ক্লাবে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে এ কর্মসূচির আওতায় দুই দিনের খাদ্যপণ্য তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

পুলিশের নিজেদের বেতনের টাকায় ১০ টাকার প্রতীকী বিনিময়ে পাঁচ কেজি চাল, ডাল তেল, লবণসহ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী, মো. হাফিজ, কোতুয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, ডিবি ওসি শাহ কামাল আকন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার করোনাকালে দুস্থ ও কর্মহীনদের মাঝে এ সকল উদ্যোগে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই

Back to top button