দক্ষিণ এশিয়া

আফগানিস্তানের ৮০টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা

কাবুল, ০৭ জুলাই – আফগানিস্তানের ৩৮৮টি জেলার মধ্যে অন্তত ৮০টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার মঙ্গলবার কাবুলে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন। এর আগে বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছিল আফগান সরকার।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব জেলার নিয়ন্ত্রণ তালেবান গ্রহণ করেছে। আতমার বলেন, কোনও কোনও জেলা তালেবানরা জোর করে দখল করেছে এবং কোনও কোনও জেলা থেকে সরকারি সেনাদের ‘কৌশলগত কারণে’ সরিয়ে আনা হয়েছে।

সাম্প্রতিক সময়ে তালেবানের হাতে আফগানিস্তানের বহু জেলার পতন হয়েছে বলে গণমাধ্যমে খবর বের হয়। তবে এই প্রথম দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এ সংক্রান্ত খবরের সত্যতা নিশ্চিত করলেন। তালেবান অবশ্য ১৫০টির বেশি জেলা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে।

এদিকে দেশটির নিরাপত্তা বাহিনী গত দুই সপ্তাহে ১৪ জেলার নিয়ন্ত্রণ তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে দাবি করে আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ।

মঙ্গলবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেয়ার কোনও পরিকল্পনা কাবুল সরকারের নেই। তালেবান যদি মনে করে আমরা আত্মসমর্পণ করবো তাহলে আগামী ১০০ বছরেও তাদের সেই আশা পূরণ হবে না।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আফগান জনগণের এই জল্পনা জোরেশোরে প্রচারিত হচ্ছে যে, আশরাফ গনি সরকার বিনা যুদ্ধে একের পর এক জেলা তালেবানের হাতে তুলে দিচ্ছে।

তথ্যসূত্র: কালের কন্ঠ
এস সি/ ০৭ জুলাই

Back to top button