ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ, ০৭ জুলাই- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ৪ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান- ময়মনসিংহ সদরের হাফিজুর রহমান (৫০), মোহাফজ্জল হোসেন (৬২) ও কেওয়াটখালীর আব্দুল কাদের (৬০)।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যান- নেত্রকোনা সদরের হেনা পাল (৫৭), গাজীপুরের শ্রীপুরের লিয়াকত আলী (৩০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার আবুল কাশেম (৭৫) ও টাঙ্গাইলের কালিহাতির আনোয়ারা বেগম (৭৫)।

সাত জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও বলেন, বুধবার সকাল পর্যন্ত আইসিইউতে ১৯ জনসহ মোট রোগী ভর্তি আছেন ৩৪১ জন। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন,  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।

মঙ্গলবার ময়মনসিংহ জেলায় ৭২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯৭ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণের হার ২৭ দশমিক ৩২ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম।

সূত্রঃসমকাল

আর আই

Back to top button