খুলনা
খুলনার চার হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ২২ জনের
খুলনা, ০৭ জুলাই- খুলনার চার হাসপাতালে করোনায় ২২ জন মরা গেছেন। এর মধ্যে করোনায় ২১ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।
মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (০৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
জানা গেছে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন ও আবু নাসের হাসপাতালে ২ জন মারা গেছেন।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।
সূত্রঃ আরটিভি
আর আই