কক্সবাজার

ভারত থেকে পালিয়ে উখিয়া ক্যাম্পে ৭ রোহিঙ্গা

কক্সবাজার, ০৭ জুলাই – ভারতের দিল্লীর উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা দুই পরিবারের সাত রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

দিল্লীর উত্তর প্রদেশে ইউএইনএইচসিআর পরিচালিত মুরাদাবাদের বিকাশ পুরী শরণার্থী শিবিরে নিবন্ধিত হয়েও কোন রকম রেশন ও সহযোগিতা পাচ্ছিলেন না তারা।

মঙ্গলবার বিকেলে কুতুপালংয়ের ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে স্বজন রহিমা খাতুনের শেড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা রোহিঙ্গারা হলেন-রাখাইন প্রদেশের বুচিডং এলাকার মৃত মকবুল আহম্মেদের পুত্র মোহাম্মদ আমিন (৩৫), তার স্ত্রী খদিজা বেগম (২৭), মেয়ে বিবি হাফছা (১২) ও একই এলাকার ছলিম মাহামুদের পুত্র আব্দুর রহমান (২৭), তার স্ত্রী সামজিদা (২৫) এবং ছেলে মোহাম্মদ ওমর (০৫), মেয়ে ইয়াছমিন ফাতেমা (০৮)।

১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক বলেন, সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে নিয়ে যাওয়ার পর তাদেরকে কুতুপালং নিবন্ধিত শরণার্থী শিবিরের আওতাধীন ট্রানজিট সেন্টারে প্রেরণ করেন ক্যাম্প ইনচার্জ।

সূত্র : সমকাল
এন এইচ, ০৭ জুলাই

Back to top button