রূপচর্চা

কে বলে যত্নহীন হতে হবে পুরুষের ভ্রু?

পুরুষের ফ্যাশন কিংবা সাজ- শুনলে এখনও অনেকেই চোখ কুঁচকে তাকান। ওদিকে রাস্তায় কিংবা চারপাশে কোন স্মার্ট পুরুষ দেখলে চোখ আটকে যায়। বিশেষত হ্যান্ডসাম পুরুষটির পাশে নারীদের ভিড় দেখলে আদখ্যেতা মনে হলেও অন্তর জ্বলে যায়। তবে আপনি নিজে কেন পিছিয়ে? পুরুষত্বের তথাকথিত জঞ্জাল লুক এড়িয়ে নিজের প্রতি হয়ে উঠুন যত্নশীল।

পােশাক, ফ্যাশন কিংবা ত্বক নিয়ে একটু আধটু সচেতন হলেও ভ্রু! না না- নাক সিঁটকাবেন না। ব্যক্তিত্ব এবং চেহারায় আমূল পরিবর্তন আনতে পারে আপনার ভ্রু। আর ভ্রু প্লাক করে মেয়েরা- এই বস্তাপঁচা ধারণা বাদ দিয়ে দেখুন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। আপনি কি জানেন, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিজয় অর্জন- সবখানেই বাড়তি সাফল্য যোগ করেছেন তার ভ্রু?

দুই ভ্রুর মাঝখানে পরিচ্ছন্ন কপাল, সরু ভ্রুর শেষপ্রান্ত আর ঘন ভ্রু রেখা- সব পুরুষের চেহারায় যোগ করে অাভিজাত্য। কিন্তু সৃষ্টিকর্তার খেয়ালে তেমন ভ্রু না পেলে দীর্ঘশ্বাস সঙ্গী করার কোন মানে নেই। নিজেকে গ্রুমিং শুরু করুন।

স্লান্ট টুইজার কিংবা সাদা বাংলায় শন বা চিমটা দিয়ে বাড়তি লোমগুলো তুলে ফেলুন ধীর হাতে। পছন্দসই আকৃতি অনুযায়ী সাজিয়ে ফেলুন আপনার ভ্রু। ম্যাজিক ভ্রু বুস্টের সাহায্যে গাঢ় করুন রঙ, মাশকারা দিয়ে এলোমেলো ভ্রুকে শাসন করুন। দেখুন তো- নিজের চেহারার পরিবর্তনটা বুঝতে পারছেন কি না?

মেয়েদের মত ভ্রুর যত্ন নেবো? আরে- পুরুষ মানুষের আবার সৌন্দর্য্য কি? চেহারায় কি বা আসে যায়? এসব কানপ্রশ্ন বাদ দিয়ে নিজেকে প্রশ্ন করুন- কানাডার প্রধানমন্ত্রীর মত ভ্রু চান? ব্যস- লেগে যান। আর নিজের উপর ভরসা না থাকলে চলে যান আসে পাশের মেনজ পার্লারে।

Back to top button