কক্সবাজার

টেকনাফে ‘কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট’ কার্যক্রম শুরু,ফলাফল পাওয়া যাবে ২ মিনিটে

কক্সবাজার, ০৭ জুলাই – কক্সবাজারের টেকনাফে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। দ্রুত সময়ে করোনাভাইরাস চিহ্নিত করতে টেকনাফে অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এতে মাত্র দুই মিনিটে করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।

কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, বিনামূল্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে টেকনাফে নমুনা দেওয়ার পর দুই মিনিটে রিপোর্ট পাওয়া যাবে।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/ ০৭ জুলাই

Back to top button