সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিধিনিষেধ না মানায় ১৫৯ জনকে জরিমানা

সিরাজগঞ্জ, ০৭ জুলাই-  লকডাউনে সরকারি নির্দেশনা না মানায় সিরাজগঞ্জে ১৫৯ জন ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত জেলা সদরসহ ৯টি উপজেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতে ১১৮টি মামলায় জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে মঙ্গলবার (৬ জুলাই) জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, বিধিনিষেধ না মানায় ১১৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১৫৯ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ১ লক্ষ ৩ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।

সুত্রঃ আরটিভি

আর আই

Back to top button