উত্তর আমেরিকা

মাইক্রোসফটের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১ হাজার কোটি ডলারের চুক্তি বাতিল

ওয়াশিংটন, ০৭ জুলাই – টেক জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে স্বাক্ষরিত ১ হাজার কোটি ডলারের একটি চুক্তি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। জয়েন্ট এন্টারপ্রাইজে ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার (জেইডিআই) নামের চুক্তি স্বাক্ষরের পর মাইক্রোসফট ও অ্যামাজনের মধ্যে বিরোধ দেখা দেয়। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম এখবর জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, প্রযুক্তি পরিবেশের পরিবর্তনের কারণে ১ হাজার কোটি ডলারের চুক্তি এখনকার চাহিদা পূরণ করে না। তাই এটি বাতিল করা হয়েছে।

মাইক্রোসফট কাজটি পাওয়ার পর অ্যামাজন দাবি করেছিল, তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছেন।

আগের চুক্তিটি বাতিল হওয়ায় এখন অ্যামাজন ও মাইক্রোসফটের সামনে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রযুক্তি পরিবেশে বদলে কারণে স্পষ্ট হয়ে গেছে বাস্তবায়নে বিলম্ব হওয়া জেইডিআই ক্লাউড চুক্তি এখনকার শূন্যতা পূরণের প্রয়োজনীয়তা মেটাতে পারবে না।

এতে আরও বলা হয়েছে, অ্যামাজন ও মাইক্রোসফটসহ সীমিত সংখ্যক সূত্রের কাছ থেকে নতুন প্রস্তাব চাওয়া হবে।

জেইডিআই প্রকল্পটিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরনো কম্পিউটার নেটওয়ার্ক বদলে একটি একক ক্লাউড ব্যবস্থায় আনার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ২০১৯ সালে মাইক্রোসফট কাজটি পাওয়ার পর আদালতের দ্বারস্থ হয়।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৭ জুলাই

Back to top button