ফুটবল

গোলে পাস দিয়েই ইতিহাস গড়লেন মেসি

এবারের কোপা আমেরিকা নিশ্চিত অর্থেই লিওনেল মেসির। দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি টুর্নামেন্টের প্রথম থেকেই। একাই বলতে গেলে দলকে টেনে নিয়ে যাচ্ছেন। গোল করছেন, করাচ্ছেন এবং রেকর্ডও গড়ে ফেলছেন।

কোপার ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। ম্যাচের একেবারে শুরুতেই, ৭ম মিনিটে মেসির পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন লওতারো মার্টিনেজ। এবং এ নিয়ে চলতি কোপা আমেরিকায় ৫টি গোলে অ্যাসিস্ট করলেন আর্জেন্টাইন অধিনায়ক।

লওতারো মার্টিনেজকে গোলে অ্যাসিস্ট করেই রেকর্ড গড়ে ফেললেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। কোপা আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার ৫টি গোলে অ্যাসিস্ট করলেন। এর আগে সর্বোচ্চ গোলে অ্যাসিস্ট ছিল ৪টি।

শুধু ৫টি গোলে অ্যাসিস্টই নয়, লিওনেল মেসি নিজে ৪টি গোলও করেছেন। যার ফলে চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত গোল্ডেন বুটের দাবিদার আর্জেন্টিনার অধিনায়ক।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৭ জুলাই

Back to top button