বিশ্বকাপ খেলতে বুধবার রাশিয়া যাচ্ছেন নিয়াজ ও জিয়া
ঢাকা, ০৭ জুলাই – বিশ্বকাপ দাবায় খেলতে বুধবার (৭ জুলাই) রাশিয়ার সোচির উদ্দেশ্যে রওয়ানা হবেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান। ভোর ছয়টায় টার্কিশ বিমানে চেপে বসবেন তারা। তবে বিশ্বকাপ ভেন্যুতে তারা পৌঁছবেন শনিবার। তার আগে দুটি সেন্ট পিটার্সবার্গে দুদিন থাকতে হবে তাদের। তবে তেমন কোন কোয়ারেন্টিন নেই বলেই জানালেন জিয়া।
১২ জুলাই বিশ্বকাপের প্রথম রাউন্ডে জিয়া মুখোমুখি হবেন ইরানি বন্ধু গ্র্যান্ডমাস্টার পুয়া ইদানির বিপক্ষে। আর নিয়াজ মোরশেদ খেলবেন প্যারাগুয়ের নিউরিস দেলগাদো রামিরেজ। বিশ্বকাপে এটি জিয়ার পঞ্চমবার অংশগ্রহণ। এর আগে ২০০৭, ২০১১, ২০১৩ ও ২০১৫ সালের বিশ্বকাপেও খেলেছেন তিনি।
জিয়া বলেন, পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছি। রাশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়েছে। তাই টেকনিক্যাল বিষয়গুলো আমাকে দেখতে হয়েছে। ফলে তাহসিন তাজওয়ারই আমাকে খেলার প্রস্তুতি নিতে কিছুটা সহযোগিতা করেছে। তাছাড়া আমি একটু দুশ্চিন্তাতেই ছিলাম, যে হারে রাশিয়াতে করোনা বাড়ছে, তাতে আবার বিশ্বকাপ স্থগিত হয়ে যায় কিনা।
এই দাবাড়ু আরো বলেম, প্রতিপক্ষ ২৬০০ রেটিংয়ে থাকা ইরানের গ্র্যান্ডমাস্টার পুয়া ইদানির সঙ্গে আমাকে (জিয়া-২৪২৯ রেটিং) লড়তে হবে। দেখা যাক কি হয়।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৭ জুলাই