আর্জেন্টিনার ২৭ বছরের আক্ষেপ ঘোচাবেন মেসি!
কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফানাইলে বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনের মেসির আর্জেন্টিনা। এই ম্যাচ হারলেই কোপা আমেরিকার চলামান আসর থেকে ছিটকে যাবে আলবিসেলেস্তারা। তাই এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই তাদের। তবে ডু অর ডাই ম্যাচে সব সময় নিষ্প্রাণ থাকে জাদুঘর লিওনেল মেসি।
চলমান এই আসরে প্রতিটি ম্যাচেই দারুন ছন্দে মেসি। প্রতিটি ম্যাচেই গোল করছেন এবং গোল করাচ্ছেন। তবে অতিত পরিসংখ্যান বলছে শেষ দিকে এসেই বার বার ব্যর্থ হচ্ছেন মেসি। আর্জেন্টাইন দলে মেসির অভিষেকের পর ১২টি ম্যাচে মাঠে নেমেছে কলম্বিয়া। এর মধ্যে দুইটি ম্যাচে ছিলেন না মেসি।
অর্থাৎ কলম্বিয়ার বিপক্ষে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছেন মেসি। যেখানে আর্জেন্টিনা জিতেছে ৫টিতে, ড্র হয়েছে ৩টি আর হারতে হয়েছে বাকি দুই ম্যাচ। এখন দেখার বিষয় এই ম্যাচে জ্বলে উঠতে পারবে কি লিওনেল মেসি? যদি এই ম্যাচে জ্বলে উঠতে পারেন মেসি তাহলে দীর্ঘ ২৮ বছরের শিরোপার আক্ষেপ ছাড়িয়ে আরো এক ধাপ আগাবে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৬ জুলাই