ইউরোপ

নেদারল্যান্ডসের সোফিয়া মসজিদে আবারও ভাঙচুর

আমস্টারডাম, ০৬ জুলাই – আবারও নেদারল্যান্ডসের হাজিয়া সোফিয়া মসজিদে ভাঙচুর চালানো হয়েছে। রোববার রাতে ঘটনাটি ঘটে। এক বছরের মধ্যে মসজিদটিতে দুবার ভাঙচুর চালানো হলো।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ‘ডেইলি সাবাহ’র খবরে বলা হয়েছে, নেদারল্যান্ডসেরর ভিশন ফেডারেশন অফিসের অফিসের লাগোয়া মসজিদের জানালা বিয়ারের বোতল দিয়ে ভাঙচুর করা হয়। দেশটিতে দ্রুত ঘৃণামূলক বক্তব্য এবং বর্ণবাদ বাড়ছে এ ঘটনা তারই প্রমাণ।

এ ঘটনায় নেদারল্যান্ডসের সুরক্ষা বাহিনী এবং দেশটির প্রশাসনের প্রতি এক বিবৃতিতে এ জাতীয় বর্ণবাদী হামলার বিরোধিতা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানায় ভিশন ফেডারেশন।

হাজিয়া সোফিয়া মসজিদ ফাউন্ডেশনের বোর্ড চেয়ারম্যান গাজী কিরিক বলেন, মসজিদে ভাঙচুর চালানো হচ্ছে এমন ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। আমরা এ ধরনের হামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনী এবং রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানাই।

গত বছর ডিসেম্বরেও হাজিয়া সোফিয়া মসজিদে নামাজ শেষে এক মুখোশধারী জানালায় ঢিল ছুড়ে ভাঙচুর করে।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৬ জুলাই

Back to top button