উত্তর আমেরিকা

ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত বাইডেনের

ওয়াশিংটন, ০৬ জুলাই – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এক পত্রে ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোর প্রতি ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এমন কি তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ব্যাপারে ফের আলোচনা শুরুর মধ্যস্থাতা প্রচেষ্টা চালানোর কথাও বলেছেন।

বার্তা সংস্থার বরাতে জানা যায়, গুয়াইদোকে উদ্দেশ্যে করে এক চিঠিতে বাইডেন লিখেছেন, ‘সুশীল সমাজের নেতাদের সাথে জোট করে আপনি ভেনিজুয়েলার গণতন্ত্র ও সার্বভৌমত্বের মুক্তির আদর্শ বজায় রেখেছেন।’ প্রতিবেশি দেশ কলম্বিয়ায় থাকা ভেনিজুয়েলা বিষয়ক দপ্তরের মাধ্যমে তাকে এ চিঠি পাঠানো হয়। ওই দপ্তরের এক কর্মকর্তা এএফপি’কে একথা বলেন।

৫ জুলাই ভেনিজুয়েলার স্বাধীনতা বার্ষিকী পালন উপলক্ষে তিনি এ চিঠি পাঠান। বাইডেন বলেন, গুয়াইদো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে তার দেশকে নেতৃত্ব দিচ্ছেন।

২০১৮ সালের ব্যাপক জালিয়াতিপূর্ণ নির্বাচনে মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করার পর জাতীয় পরিষদের প্রধান হিসেবে গুয়াইদোকে ভেনিজুয়েলার অন্তবর্তী নেতা হিসেবে বিশ্বের প্রায় ৫০ দেশ স্বীকৃতি দিয়েছে।

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ০৬ জুলাই

Back to top button