হলিউড
মারা গেছেন ‘সুপারম্যান’ পরিচালক
হলিউডের দর্শক নন্দিত ছবি ‘সুপারম্যান’ এর নির্মাতা রিচার্ড ডোনার মারা গেছেন। সোমবার (৫ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স ছিলো ৯১ বছর। তার মৃত্যুর বিষয়টি নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন তার স্ত্রী লরেন শুলার ডোনার।
প্রখ্যাত এ নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হলিউডের অনেকেই। নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোক জানিয়েছেন তার সহকর্মীরা।
১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন রিচার্ড ডোনার। ১৯৫৭ সালে ক্যরিয়ার শুরু করেন রিচার্ড। টেলিভিশন সিরিজ নির্মাণের মাধ্যমে কর্মজীবন শুরু হয় তার। পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবেও নাম রয়েছে রিচার্ড ডোনারের।
তিনি প্রথম নির্মাণ করেন ১৯৭৬ সালে। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো- দ্য ওমেন, সুপারম্যান, দ্য গুনিজ, ডোনার কাট, সুপারম্যান-২, ম্যাভেরিক ইত্যাদি।
এন এইচ, ০৬ জুলাই