ফুটবল

সেমিতে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া, হেড টু হেডে এগিয়ে যারা

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। সরাসরি দেখা যাবে সনি টেন ২ ও সনি সিক্স চ্যানেলে।

ইতোমধ্যেই ঘরের মাঠের ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। প্রথম সেমিতে পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে ফাইনালের টিকেট কেটেছে নয় বারের কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে মেসির আর্জেন্টিনা। গত দুই বছর ধরে হার না পাওয়া আর্জেন্টিনা টানা ১৮ ম্যাচে অপরাজিত। অতীত পরিসংখ্যানও মেসিদের পক্ষে। এখন পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২৩ বার, কলম্বিয়া জিতেছে ৯টি ম্যাচে। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছে।

উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে আসে কলম্বিয়া। অন্যদিকে, আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে।

আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচের কথা বিবেচনায় নিলে সম্পূর্ন আকর্ষণ নিজের দিকে টেনে নেবেন লিওনেল মেসি। এবারের কোপায় এখন পর্যন্ত ৪ গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্টও করছেন এই ক্ষুদে জাদুকর।

কোপার সেমি তার জন্য আন্তর্জাতিক ক্যারিয়ারের দেড়শতম ম্যাচ। তবে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের অর্জনটাই যে এখন মুখ্য চাওয়া, সেটি তো এর মধ্যেই স্পষ্ট করেছেন। অপেক্ষা এখন বাস্তবায়নের।

সূত্র : সমকাল
এন এইচ, ০৬ জুলাই

Back to top button