সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত

সিলেট, ৬ জুলাই,  সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই সিলেটে নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস।

সেই প্রাণঘাতি ভাইরাস এবার সিলেট বিভাগে অতীতের সব রেকর্ড ভেঙে একদিনে ধরা পড়েছে ৩৮৭ জনের শরীরে। এটাই এ পর্যন্ত সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৩৮৭ জন করোনা রোগীর মধ্যে ১৯১ জন সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজারের ৫৬ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন।

এদিকে, সিলেটে রোগী শনাক্তের পাশাপাশি প্রতিদিনই মিলছে করোনায় মারা যাওয়ার খবর। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন ২ জন। এর মধ্যে একজন সিলেট ও অপরজন হবিগঞ্জ জেলার।

আর গত মাত্র ৫ দিনে বিভাগে মারা গেছেন ২২ জন। সারা বিভাগে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ শ, সুনামগঞ্জে ৩৪, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারে ৩৭ জন মারা গেছেন।

আর আই

Back to top button