বলিউড

ফের ছবি পরিচালনায় ফিরছেন করণ জোহর!

মুম্বাই, ০৬ জুলাই – বলিউড নির্মাতা করন জোহর। পাঁচ বছর পর পরিচালকের আসনে ফিরছেন তিনি। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নামের এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং ও আলিয়া ভাট।

মঙ্গলবার (৬ জুলাই) মাইক্রোব্লগিং সাইট টুইটারে করন জোহর জানান, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার গল্প রোমান্টিক হলেও গৎবাঁধা কোনো প্রেমের গল্প এটি নয়। ভিন্ন ধরনের প্রেম এই সিনেমায় দেখা যাবে।

সিনেমায় আরো চমক রেখেছেন করন। এতে দীর্ঘদিন পর আবারো পর্দায় দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে।

এর আগে সোমবারের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন করন। এতে তিনি লেখেন, ‘এটা নতুন পথচলার শুরু, আর আরেকবার আমার ফেরার রাস্তা। আমার প্রিয় জায়গায় ফেরার সময় হয়েছে। ক্যামেরার লেন্সের পেছনে বসে ভালোবাসার গল্প তৈরি করার সময় হয়েছে। এটি খুব স্পেশাল একটি গল্প।’

করন জোহর পরিচালিত সর্বশেষ সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই, আনুশকা শর্মা, ফাওয়াদ খান প্রমুখ। অতিথি চরিত্রে ছিলেন শাহরুখ খান।

এন এইচ, ০৬ জুলাই

Back to top button