সাতক্ষীরা

একযোগে সাতক্ষীরা মেডিকেলের ২৬ চিকিৎসককে বদলি

সাতক্ষীরা, ০৬ জুলাই- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ জন চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে পদায়ন করা হয়েছে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। অপর ১৬ জনকে পদায়ন করা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে।

আগামী ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। তা না হলে পরদিন ৮ জুলাই বর্তমান কর্মস্থল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন গতকাল সোমবার এই সরকারি নির্দেশে স্বাক্ষর করেছেন।

সরকারি নির্দেশে বলা হয়েছে, বর্ণিত চিকিৎসকেরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত এই  আদেশ বলবৎ থাকবে।

এদিকে, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি হওয়া চিকিৎসকেরা হলেন সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মো. শরিফুজ্জামান, মো. আল মামুন হোসেন, প্রবীর কুমার দাশ, মো. মনিরুজ্জামান, মো. মোজাম্মেল হক, মো. শরিফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, হোসনে আরা হোসেন, মো. সাইফুল্লাহ ও জি এম ফারুকুজ্জামান।

অপরদিকে, সাতক্ষীরা সদর হাসপাতালে বদলি হওয়া চিকিৎসকেরা হলেন শেখ আবু সাঈদ, ফারহানা হোসেন, মোছা. খসরুবা  পারভীন, সুতপা চ্যাটার্জি, মো. শামছুর রহমান, মো. ইনামুল হাফিজ, মো. জাহিদুল ইসলাম, মো. ফখরুল আলম, নাসরিন সুলতানা, মো. নাছির উদ্দিন গাজী, শেখ নাজমুস সাকিব, ফাহমিদা জামান, মেহনাজ নাজরীন, উপমা গুহ রায়, মো. আনিসুর রহমান ও শরিফা জামান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ২৬ জন চিকিৎসকের বদলির খবর নিশ্চিত করে জানান, পদায়নকৃতরা সবাই ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তবে এ সংক্রান্ত চিঠি এখনও তিনি হাতে পাননি। চিঠি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ এনটিভি

 

আর আই

Back to top button