বিধিনিষেধ পালনে আমাদের মধ্যে ঐক্য দরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ঢাকা, ০৬ জুলাই – জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধ পালনে সকলের মধ্যে ঐক্য দরকার। সোমবার (৫ জুলাই) বেসরকারি টেলিভিশন একাত্তরের টকশো ‘একাত্তর জার্নালে’ এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
টকশো’তে সীমিত পরিসরে দোকান খোলার দাবি জানিয়ে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি জাতীয় পরিষদের আহ্বায়ক তৌফিক এহেসান বলেন, ‘আমরা কর্মচারীদের অল্প পরিমাণে বেতন দিতে চাই। তাদের পাশে থাকতে চাই। এজন্য সীমিত পরিসরে আট ঘণ্টা দোকান খোলার দাবি জানাচ্ছি।’
এর উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পরিস্থিতি দেখতে হচ্ছে, বিবেচনা করতে হচ্ছে। এখন সংক্রমণ ঊর্ধ্বমুখী। আজকে শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ। সরকার সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থা, জনসংখ্যা, আয়তন- সবকিছু মিলিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হয়েছে। সরকার কিন্তু জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়েছে।’
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের মধ্যে ঐক্য দরকার। এই যে সংক্রমণ বেড়ে যাচ্ছে। চোখের সামনে আমাদের প্রিয়জনকে আমরা হারাতে দেখছি। অনেক মানুষ আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন কিন্তু বিষয়গুলো উপলব্ধি করার সময়। ১৪ তারিখ পর্যন্ত বিধিনিষেধে সকলের উচিত আন্তরিকভাবে সহযোগিতা করা।’
এর পরবর্তীতে সরকার পরিস্থিতি বিবেচনা করে যে সিদ্ধান্ত দেবে সেটা হবে মানুষের কল্যাণের জন্য। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, কঠোর লকডাউনের মধ্যেও দোকান খোলা রাখার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি। চিঠিতে তারা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে অল্প সময়ের জন্য দোকান খোলার অনুমতি চেয়েছেন। এ ছাড়া আড়াই কোটি দোকান-কর্মচারীকে রেশন কার্ডের আওতায় আনা ও বিদ্যুৎ বিল কিস্তি করে দেওয়ার জন্যও অনুরোধ করেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৬ জুলাই ২০২১