লকডাউন বাস্তবায়নে রংপুরে কঠোর অবস্থানে প্রশাসন, পৌনে ৩ লাখ টাকা জরিমানা
রংপুর, ০৬ জুলাই – করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের ৫ম দিন সোমবার (৫ জুলাই) রংপুর মহানগরে যানবাহনের অযাচিত ও অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ১০৫টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে প্রায় পৌনে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (৫ জুলাই) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, মেট্রোপলিটন পুলিশের ৬ থানা ও ট্রাফিক বিভাগ বিধিবহির্ভূতভাবে চলাচলরত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে ৯৬টি এবং সেনাবাহিনীর টহল দল, র্যাবের টহল দল ও বিজিবি টহল দল যৌথভাবে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে ৯টি মামলা দায়ের করে। এতে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ ৭৪ হাজার ১০০ টাকা জরিমানা করে। একইসঙ্গে ১১টি যানবাহন আটক করা হয়।
মো. ফারুক আহমেদ জানান, কঠোর লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা, ট্রাফিক বিভাগ ও ডিবির ২৫টি টহল টিম শহরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, সড়ক ও স্থানে ২০টি চেকপোস্টে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
এদিকে, রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল থেকে সোমবার সকাল) আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বিভাগে একদিনে এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
এর মধ্যে দিনাজপুর জেলার চারজন, রংপুরের তিনজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, লালমনিরহাটের দুইজন, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার একজন করে রয়েছেন।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৬ জুলাই