ফুটবল

মেসিকে এখনও নিজেদের বলে দাবি করছে বার্সা!

টেকনিক্যালি এখন লিওনেল মেসি হচ্ছেন ‘ফ্রি এজেন্ট’। তিনি এখন আর কোনোভাবেই বার্সেলোনার ফুটবলার নন। ৩০ জুন মধ্যরাতেই তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর পার হয়ে গেছে আরও ৫দিন। মেসি এখন আর কোনো ক্লাবেরই ফুটবলার নন। তিনি আপাতত কোপা আমেরিকা নিয়েই ব্যস্ত রয়েছেন।

তবে এই বিষয়টাই হয়তো বার্সেলোনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার জানেন না কিংবা কেউ তাকে বলেওনি। যে কারণে বার্সেলোনার টুইটে এখনও মেসিকে নিজেদের খেলোয়াড় বলেই দাবি করা হয়েছে।

ইকুয়েডরের বিপক্ষে কোপার কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করার পর মেসি বন্দনায় মেতেছে পুরো ফুটবল বিশ্ব। অন্যদের মত মেসির পারফরম্যান্স নিয়ে এবং লা আলবিসেলেস্তেদের অধিনায়কের প্রশংসা করে বার্সেলোনা টুইট করেছে।

দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেছিলেন মেসি এবং দুটিতে অ্যাসিস্ট করেছেন। তার গোল উদযাপনের একটি ছবি দিয়ে বার্সা টুইট করেছে মেসির নামে। সঙ্গে সার্জিও আগুয়েরোকেও ট্যাগ করেছে। যিনি কোপা আমেরিকার পরই বার্সায় যোগ দেবেন।

সূত্র : জাগো নিউজ
এম এউ, ০৬ জুলাই

Back to top button