জিম্বাবুয়ে সিরিজ পেস বোলারদের জন্য চ্যালেঞ্জিং
ঢাকা, ০৬ জুলাই – জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে দেশটিতে আছে বাংলাদেশ। এই সিরিজে তিন ধাপে সেখানে যাবে টাইগাররা। ইতিমধ্যে একমাত্র টেস্ট সিরিজ খেলার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ দল।
শুধুমাত্র টেস্ট স্কোয়াডে আছেন তারা খেলা শেষ হলেই দেশের বিমান ধরবেন। তবে ওয়ানডে স্কোয়াডে এবং টি-টোয়েন্টি স্কোয়াডে যারা আছেন তাদের মধ্যে অনেকেই এখন বাংলাদেশে। টেস্ট ম্যাচ শেষ হওয়া মাত্রই দুই ধাপে বাকি ক্রিকেটাররা সেখানে যাবেন।
বর্তমানে যারা দেশে আছেন তারা বিসিবির অধীনেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আজ সোমবার অনুশীলন শেষে দলের ফাস্ট বোলার রুবেল হোসেন বলেন, ‘শেষ আমরা যখন জিম্বাবুয়ে গিয়েছি ট্রফিটা আনতে পারিনি। যদিও ইনশাআল্লাহ এবার আমাদের টিমটা ভালো। ব্যালেন্স টিম। ভালো ভালো ক্রিকেটার আমাদের টিমে আছে। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ট্রফিটা এবার দেশে নিয়ে আসবো।’
দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছিলেন রুবেল হোসেন। ইতোমধ্যে চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন তিনি। জিম্বাবুয়ে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডে স্কোয়াডে আছেন রুবেল। এই ডানহাতি পেসার জানিয়েছেন মাঠে ফিরতে তিনি তৈরি। জিম্বাবুয়ে সিরিজে বড় ভূমিকা থাকবে পেসারদের। কন্ডিশন কিছুটা কঠিন হলেও। নিজেকে উজার করে দিতে চান রুবেল।
রুবেল বলেন, ‘আমি সুস্থ ও ফিট আছি। লাস্ট ডিপিএলে আমার একটু….সমস্যা ছিল। এখন হান্ড্রেড পার্সেন্ট ফিট আছি। যদি সুযোগ পাই শতভাগ দিয়ে চেষ্টা করব। যেহেতু আমরা এরকম ঠাণ্ডা কন্ডিশনে অনেক ট্যুর করেছি। পেস বোলারদের জন্য একটু চ্যালেঞ্জিং। যদিও পেস বোলারদের অনেক বড় ভূমিকা রাখতে হবে জিম্বাবুয়ে সিরিজে।’
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৬ জুলাই