পশ্চিমবঙ্গ

করোনার দৈনিক সংক্রমণ ২২ জেলায় ১০০-র নিচে, একনজরে পরিসংখ্যান

কলকাতা, ০৬ জুলাই- করোনার দৈনিক সংক্রমণ শুধু উত্তর ২৪ পরগনায় ১০০-র উপরে। বাকি সব জেলায় অর্থাৎ ২২টি জেলায় ১০০-র নিচে সংক্রমিতের সংখ্যা। কলকাতাকে টেক্কা দিয়ে করোনার দৈনিক সংক্রমণে এগিয়ে রয়েছে দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কোচবিহার। পুরুলিয়া-সহ চার জেলায় করোনার দৈনিক সংক্রমণ ১০-এর নিচে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নেমে গিয়েছে। বাংলায় ৮৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬৪ জন। উত্তর ২৪ পরগনায় ১০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় করোনার দৈনিক সংক্রমণ এখনও সর্বোচ্চ। এদিন উত্তর ২৪ পরগনা ও কলকাতার মাঝে রয়েছে চার জেলা।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৮৬৫৮। এদিন কলকাতায় ৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৩৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০২২৯৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪৩১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৫৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৬৭৯৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫০৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১০২০২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২০৮৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৯৫ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৪৮৭৬ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩৪৩৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হুগলিতে ৪৬ জন বেড়ে আক্রান্ত ৮০৪২৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৪ জন, কোচবিহারে ৭১ জন, দার্জিলিংয়ে ৮১ জন, কালিম্পংয়ে ১৪ জন, জলপাইগুড়িতে ২৫ জন, উত্তর দিনাজপুরে ১০ জন, দক্ষিণ দিনাজপুরে ১৩ জন, মালদহে ৭ জন, মুর্শিদাবাদে ৬ জন, নদিয়ায় ৭৩ জন, বীরভূমে ৭ জন, পুরুলিয়ায় ৫ জন, বাঁকুড়ায় ৪০ জন, ঝাড়গ্রামে ২৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৭৭ জন, পূর্ব মেদিনীপুরে ৬১ জন, পূর্ব বর্ধমানে ৪৪ জন, পশ্চিম বর্ধমানে ১৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।

সূত্রঃOneindiabangali

Back to top button