হবিগঞ্জ

হবিগঞ্জে ট্রাক্টর-বাইক সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

হবিগঞ্জ, ০৫ অক্টোবর- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, উপজেলার মিরনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার রাত ৮টার দিকে তারা নিহত হন।

তারা হলেন- উপজেলার শাহপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে বাসচালক মাসুক মিয়া (২৫), একই এলাকার ফরিদ গাজীর ছেলে বাসচালকের সহকারী জাহাঙ্গীর মিয়া (২৬) ও সুরুজ মিয়ার ছেলে ইলেকট্রিশিয়ান মান্নান মিয়া (২৭)।

আরও পড়ুন:  বহুল আলোচিত পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম বরখাস্ত

পুলিশ জানায়, মাধবপুর উপজেলা শহর থেকে তিনজন মোটরসাইকেলে করে জগদীশপুর যাচ্ছিলেন। পথে ঢাকামুখী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ট্রাক্টরের কাউকে আটক করতে পারেনি পুলিশ। তারা পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওসি ইকবাল হোসেন।

সূত্র: বিডিনিউজ২৪

আর/০৮:১৪/২০ অক্টোবর

Back to top button