বিজেপির শতাধিক নেতাকর্মী আটক
কলকাতা, ০৫ জুলাই – কলকাতায় করোনার ভুয়া টিকাকাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে শতাধিক বিজেপি নেতাকর্মীকে আটক করেছে রাজ্য পুলিশ। আটককৃতদের মধ্যে নারীও রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুয়া টিকাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজ সোমবার কলকাতা পৌরসভা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপির যুব মোর্চা।
অভিযান ঘিরে অশান্তির আশঙ্কায় পৌরসভার চারপাশ ব্যারিকেড দিয়েছে পুলিশ। সেন্ট্রাল অ্যাভিনিউতেও ব্যারিকেড দিয়ে বিজেপির মিছিল আটকে দিয়েছে পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এরপর একটি বাস এনে আটক করা হয় বিজেপি নেতাকর্মীদের। আটক করা হয় বিজেপির নারী মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালকে। সুবোধ মল্লিক স্কয়ারের কাছে মিছিল আটকানোর জন্য প্রস্তুতি নিয়েছে পুলিশ।
এ পর্যন্ত আটক করা হয়েছে ১২০ জন বিজেপি নেতাকর্মীকে। তাদের মধ্যে দুই নারী মোর্চা সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র: কালের কন্ঠ
এম ইউ/০৫ জুলাই ২০২১