নিয়ম বদলে নতুন রঙঢঙে আসবে পরের বছরের আইপিএল
মুম্বাই, ০৫ জুলাই – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর এখনও শেষ হয়নি। তার আগেই ঠিকঠাক হয়ে গেছে পরের আসর কেমন হবে। ১৫তম আসরে অন্তর্ভুক্ত হবে দুটি নতুন দল। এছাড়াও ক্রিকেটারদের রেখে দেয়া, নিলামের বৃদ্ধি, বেতনবৃদ্ধিসহ বেশ কয়েকটি বিষয়ের বদল আসছে।
আগামী আগস্টে নতুন যে দুই দল আসছে সেটির টেন্ডার হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর অক্টোবরে হবে নিলাম। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দল দুটি কিনতে এখন পর্যন্ত চারটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে প্রতিটি দলের বেতনের পরিমাণ বেড়ে দাড়াতে পারে ৮৫ কোটি থেকে ৯০ কোটিতে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে খরচ করতে হবে মোট টাকার অন্তত ৭৫ শতাংশ। এছাড়া বেতনের পরিমাণ ৯০ থেকে ৯৫ এবং তারপরে ১০০ কোটি করা হবে আগামী তিন বছরে।
খেলোয়াড় ধরে রাখার ব্যপারে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চারজন করে ধরে রাখতে পারবে। এক্ষেত্রে সর্বোচ্চ ২ জন ভারতীয় ও ২ জন বিদেশি হতে পারে। যাদের রেখে দেয়া হবে তাদের বেতন হবে সর্বোচ্চ ১৫ কোটি টাকা (ভারতীয় মুদ্রা)।
এছাড়াও টিভিস্বত্ত্বে আসতে পারে পরিবর্তন। টিভির পরিবর্তে চুক্তি হতে পারে ফেসবুক, ইউটিউবের মতো ডিজিটাল প্লাটফরমগুলোর সঙ্গে।
সূত্র : আরটিভি
এন এইচ, ০৫ জুলাই