সুর পাল্টালেন রোনালদো
বছরজুড়ে ইতালিয়ান ক্লাব য়্যুভেন্তাস ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিলো পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। ক্লাবের পক্ষ থেকে যেমন আকার-ইঙ্গিত দেয়া হচ্ছিলো তেমনি বিভিন্ন সময়ে সাবেক ২ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদকে সমর্থন দিয়ে গুঞ্জনে ঘি ঢেলেছেন ক্রিস্টিয়ানো। তবে এবার শোনা যাচ্ছে, ইতালিয়ান ক্লাবটিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আগামী মৌসুমে মেয়াদ শেষ হবে ৫বারের ব্যালন ডি’অরজয়ী তারকার। তবে জানা গেছে, ২০২৩ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছেন তিনি। বেতনভাতা সহ সার্বিক বিষয়ে ক্লাবের সঙ্গে এরইমধ্যে আলোচনা শুরু করেছেন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেজ।
ক’দিন আগে তার ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠার পর, শুরু হয় পরবর্তী ক্লাব নিয়েও আলোচনা। এরমধ্যে উঠে আসে তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। অন্যদিকে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও নাকি ক্লাবে ফেরার বিষয়ে আলাপ করেছিলেন সিআরসেভেন! সবমিলিয়ে গুঞ্জন বেশ জমে উঠে।
বয়স পেরিয়েছে ৩৫। তবে এখনো ফিটনেস ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো। সঙ্গে ধরে রেখেছেন নিজের পারফরম্যান্স। তার গোলক্ষুধা কমেনি এখনো। সবমিলিয়ে ফুটবলবিশ্বে তার চাহিদা ব্যাপক।
গেল কয়েক মাসে তার ক্লাব ছাড়ার গুঞ্জন জোরালো হয়। মূলত টানা ৯বার সিরিআ ট্রফি জেতার পর গেল মৌসুমে লিগ ট্রফি হারানোর পর রোনালদোকে নিয়ে দোটানায় পড়ে যায় য়্যুভেন্তাস। চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য তাকে কিনলেও, ৩ মৌসুমেও তাদের সেই স্বপ্নপূরণ হয় নি। উল্টো পর্তুগিজ এই ফরোয়ার্ডের বিপুল অংকের বেতন গুনতে গুনতে দিশেহারা ক্লাব। করোনায় আর্থিক সংকটে পড়ায় তারা রোনালদোকে বিক্রি করে দেয়ার কথাও ভাবতে শুরু করে।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ৪ বছরের চুক্তিতে য়্যুভেন্তাসে যোগ দেন রোনালদো। তবে গেল মৌসুমের আগে বিশ্বব্যাপী করোনার আগ্রাসন বাড়ার পর ইউরোপের বেশকিছু গণমাধ্যমে খবর বেরোয়, ক্রিস্টিয়ানোর সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে তুরিনের ক্লাবটি। তবে ইতালিয়ান একটি গণমাধ্যম এখন বলছে, রোনালদোর সঙ্গে এক বছরের চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য এরইমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
রোনালদো এখনো মনে করেন, ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো সামর্থ্য তার আছে। তবে য়্যুভেন্তাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে দেখা যেতে পারে তাকে।
সূত্র : সমকাল
এন এইচ, ০৫ জুলাই