হলিউড

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ এর আয় ৫০০ মিলিয়ন ডলার ছাড়াল

হলিউডের অ্যাকশনধর্মী সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা সিরিজ বলা হয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-কে। অ্যাকশনধর্মী এ হলিউড ছবির নবম কিস্তি গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির জন্য বেশ কয়েক দফায় পিছিয়েছে ছবির মুক্তি। অবশেষে গত মে মাসে দক্ষিণ কোরিয়ায় প্রিমিয়ারের পর গত ২৫ জুন উত্তর আমেরিকায় মুক্তি পায় ছবিটি।

এরপর থেকে এখন পর্যন্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ পুরো বিশ্বে আয় করেছে ৫০০.৩০ মিলিয়ন ডলার। করোনা মহামারি শুরু হওয়ার পর এইটাই কোনো ছবির সর্বোচ্চ আয়। এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে ছবির আয় হয়েছে ১২৫.৯০ মিলিয়ন ডলার। খবর দ্য গার্ডিয়ানের।

তবে মার্ভেল স্টুডিওর ‘ব্যাক উইডো’ মুক্তি পাওয়ার পর কিছুটা আয় কমেছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’-এর। ‘ব্যাক উইডো’ মুক্তির প্রথম দিনে আয় করেছে ৯০ মিলিয়ন ডলার।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির মূল চরিত্রের নাম টরেটো। চরিত্রটিতে অভিনয় করেছেন ভিন ডিজেল। এছাড়াও আছেন ডোয়াইন জনসন রক, জেসন স্ট্যাথাম, মাইকেল রদ্রিগোয়েস, টাইরেস গিবসন, নাথালি ইমানুয়্যেলসহ অনেকে।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ পরিচালনা করেছেন জাস্টিন লিন, আর গল্প লিখেছেন ড্যান ক্যাসেই। ছবিটি ২ ঘণ্টা ২৫ মিনিটের।

সূত্র : সমকাল
এন এইচ, ০৫ জুলাই

Back to top button