সিলেট

সিলেটে ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু

সিলেট, ০৫ জুলাই – সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৮ জনের মৃত্যু হয়েছে। গত ৮ এপ্রিল বিভাগে প্রথমবারের মত ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছিল। গত ১ জুলাই মারা যান ৭ জন; যা চলতি মাসে সিলেটে সর্বোচ্চ মৃত্যু ছিল। এবার আবারও রেকর্ড ৮ জনের মৃত্যু হলো সিলেটে।

গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে সিলেট জেলার ৪ জন, হবিগঞ্জের ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে রয়েছেন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

এনিয়ে সিলেটে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯১ জন। করোনায় মৃতদের মধ্যে ৩৯৯ জন-ই সিলেট জেলার বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় সিলেট করোনা শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। সোমবার সিলেটে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন (রোববার) শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৩২ শতাংশ। সেদিন মৌলভীবাজার জেলায় শনাক্তের হার শতভাগ হলেও গত ২৪ ঘন্টায় তা ৩৬ দশমিক ৯৭ শতাংশে নেমে এসেছে। এছাড়া হবিগঞ্জে শনাক্তের হার ৪৫ শতাংশ, সিলেটে ৩১ দশমিক ২৮ শতাংশ ও সুনামগঞ্জে ২৪ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে ২৫৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ১১৭ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫৪ জন ও মৌলভীবাজারে ৬১ জন রয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগে বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ৪২৪ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৩৯৬ জন নগরীর বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি আছেন।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ২৬ হাজার ৯৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৮৬ জন।

সূত্র : সমকাল
এন এইচ, ০৫ জুলাই

Back to top button