গাজীপুর

গাজীপুর কর অঞ্চলের রেকর্ড রাজস্ব আহরণ

গাজীপুর, ০৫ জুলাই-  মহামারি করোনাভাইরাস মোকাবিলা করে কর অঞ্চল-গাজীপুর জাতীয় রাজস্ব আহরণে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। গাজীপুর এবং টাঙ্গাইল সিভিল জেলা নিয়ে কর অঞ্চল- গাজীপুর গঠিত।

কর অঞ্চল গাজীপুর প্রতিষ্ঠালগ্নের পর থেকে এ বছরই (২০২০-২০২১ অর্থ বছর) প্রথমবারের মতো জাতীয় রাজস্ব আহরণ নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বলে জানিয়েছেন কর কমিশনার মো. খাইরুল ইসলাম।

তিনি জানান, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে কর ভীতি দূর করে করদাতাদের কর প্রদানে উদ্বুদ্ধকরণ, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গৃহীত সব কার্যক্রম এ সাফল্যকে তরান্বিত করেছে। ২০২০-২০২১ অর্থ বছরে মোট লক্ষ্যমাত্রা ৭৮০ কোটির বিপরীতে কর আহরিত হয়েছে ৭৮৩.৬৫ কোটি টাকা।

সূত্রঃ যুগান্তর

Back to top button