শৈলকূপায় ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু
ঝিনাইদহ, ০৫ জুলাই – ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ভ্যানের উপর পড়ায় আকিজ (৪৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। । রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর লেবুতলা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক আকিজের বাড়ি শৈলকুপা পৌর এলাকার কবিরপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানান,শৈলকুপা থেকে দ্রুতগামী একটি ট্রাক হাটফাজিলপুর বাজারের দিকে যাচ্ছিল। পথমধ্যে গোবিন্দপুর লেবুতলা মসজিদের পাশে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালকসহ ভ্যানটি ট্রাকের নিচেয় পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর ট্রাকের নীচ থেকে ভ্যান চালক আকিজের মরদেহটি উদ্ধার করে।
শৈলকূপা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আক্কাস আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছায়। পরে ট্রাকের নীচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে।
তথ্যসূত্র: নতুন সময়
এস সি/০৫ জুলাই