যশোর

যশোরে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮৬

যশোর, ০৫ জুলাই – যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (৫ জুলাই) যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ বিষয়টি জানিয়েছেন।

আরএমও জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৮২০ জনের নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ। এ সময়ে নতুন করে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন করোনা রোগী ছিলেন। বাকি ১০ জনের উপসর্গ ছিল।

বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২১২ জন। এপর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩৫১৮ জনের। এদের মধ‌্যে করোনায় মারা গেছে ১৭৫ জন আর সুস্থ হয়েছেন ৭৪৬৯ জন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৫ জুলাই

Back to top button