ফরিদপুর

ফরিদপুরে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৪ জন

ফরিদপুর, ০৫ জুলাই- গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ০৫ ভাগ। জেলায় মৃতের হার ১ দশমিক ৭০ ভাগ।

মৃতদের মধ্যে নাজমা (৪০), মনোয়ারা বেগম(৫৫), শাজাহান (৭১), সিদ্দিক (৪৫), শাজাহান(৮০), রওশন আলী (৮৫) ও দেলোয়ার হোসেন (৬০) এই ৭ জনের বাড়ি ফরিদপুরে। শামসুন্নাহার (৭০) ও হরবিলাস (৩৮) মাদারীপুর, রেজাউল হাসান ও মজিবুর রহমান রাজবাড়ী এবং হিমলা বিশ্বাসের বাড়ি ঝিনাইদহ জেলায়।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত ১৩ হাজার ৬২২ জন। হাসপাতাল গুলোতে ভর্তি আছে ২৮৪ জন আর আইসোলেশনে আছে ১৬১৫জন।

সূত্রঃ ইত্তেফাক

Back to top button