ফুটবল

মুখোমুখি জেমি-জামাল, শেষ হাসি হাসবেন কে?

ঢাকা, ০৫ জুলাই – বাংলাদেশ দল যখন কাতারে ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে, তখন একবার ফুটবলাররা বিভক্ত হয়ে পড়েছিলেন ইউরো কাপে ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচ ঘিরে। জামাল ভূঁইয়ার ডেনমার্ক আর তারিক কাজীর ফিনল্যান্ডের ঘটনাবহুল ওই ম্যাচে শেষ হাসি ছিল তারিকের।

গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছিল ফিনল্যান্ড। সেদিন হার দিয়ে ইউরোর যাত্রা শুরু করা ডেনমার্ক এখন টুর্নামেন্টের সেমিফাইনালে। মঙ্গলবার দিবাগত রাতে লন্ডনের ওয়েম্বলিতে ড্যানিশরা ফাইনালে ওঠার লড়াই নামবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।

একের পর এক রূপকথার জন্ম দেয়া ড্যানিশদের জন্য প্রতিনিয়তই শুভেচ্ছা জানানো জামাল ভূঁইয়া যে এবার পড়েছেন গুরুর সামনে। বাংলাদেশের প্রধান কোচ জেমি ডে এবং অধিনায়ক জামালের দলের লড়াই কেমন জমবে?

তোমার ইংল্যান্ডের সঙ্গে জামালের ডেনমার্কের লড়াই, কে হাসবে? হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে জানতে চাইলে জবাবে একটা হাসির ইমোজি দিলেন জেমি ডে। ফেভারিট কারা? প্রশ্ন করতে নিজের দেশ ইংল্যান্ডকেই এগিয়ে রাখলেন। তবে…

তবে কী? জেমির উত্তর, ‘আমি মনে করি, দুই দলের মধ্যে ইংল্যান্ড বেটার। তবে তারাই জিতবে যারা ম্যাচে ভালো খেলবে। সময় মতো যারা সেরাটা খেলবে, ফল তাদের পক্ষেই যাবে।’

প্রতিপক্ষ ডেনমার্কের খেলার প্রশংসা করতে ভোলেননি জেমি, ‘ডেনমার্ক এই টুর্নামেন্টে খুব ভালো ফুটবল খেলেছে। আর এখন পর্যন্ত ইংল্যান্ডও দাপুটে ফুটবল খেলেছে। ইংল্যান্ড এটাও দেখিয়েছে যে, যদি অবকাঠামো, সুযোগ-সুবিধা এবং একাডেমি থাকে তাহলে সময়মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড় বেরিয়ে আসবেই।’
একের পর এক রূপকথার জন্ম দেয়া ড্যানিশদের জন্য প্রতিনিয়তই শুভেচ্ছা জানানো জামাল ভূঁইয়া যে এবার পড়েছেন গুরুর সামনে। বাংলাদেশের প্রধান কোচ জেমি ডে এবং অধিনায়ক জামালের দলের লড়াই কেমন জমবে?

তোমার ইংল্যান্ডের সঙ্গে জামালের ডেনমার্কের লড়াই, কে হাসবে? হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে জানতে চাইলে জবাবে একটা হাসির ইমোজি দিলেন জেমি ডে। ফেভারিট কারা? প্রশ্ন করতে নিজের দেশ ইংল্যান্ডকেই এগিয়ে রাখলেন। তবে…

তবে কী? জেমির উত্তর, ‘আমি মনে করি, দুই দলের মধ্যে ইংল্যান্ড বেটার। তবে তারাই জিতবে যারা ম্যাচে ভালো খেলবে। সময় মতো যারা সেরাটা খেলবে, ফল তাদের পক্ষেই যাবে।’

প্রতিপক্ষ ডেনমার্কের খেলার প্রশংসা করতে ভোলেননি জেমি, ‘ডেনমার্ক এই টুর্নামেন্টে খুব ভালো ফুটবল খেলেছে। আর এখন পর্যন্ত ইংল্যান্ডও দাপুটে ফুটবল খেলেছে। ইংল্যান্ড এটাও দেখিয়েছে যে, যদি অবকাঠামো, সুযোগ-সুবিধা এবং একাডেমি থাকে তাহলে সময়মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড় বেরিয়ে আসবেই।’

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৫ জুলাই

Back to top button