দক্ষিণ এশিয়া

তিন মাস পর ৪০ হাজারের নীচে সংক্রমণ ভারতে

নয়াদিল্লী, ০৫ জুলাই – ভারতে প্রায় তিন মাস পরে ৪০ হাজারের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও কমেছে। যদিও দেশটিতে দৈনিক সংক্রমণের হার সামান্য হলেও বেড়েছে।

সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৯৬। এ ছাড়া, দৈনিক মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ৭২৩। এবং ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যা বেশি। ওই সময়ের মধ্যে ৪২ হাজার ৩৫২ জন করোনা থেকে সেরে উঠেছেন।

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কেরেলার দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬৫২ জন। অপরদিকে, তামিলনাড়ুতে ৩ হাজার ৮৬৭ এবং অন্ধ্রপ্রদেশে ৩ হাজার ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ৭১।

নতুন করে সংক্রমণের সংখ্যা নিম্নমুখী হলেও এর দৈনিক হার আগের দিনের থেকে বেড়ে হয়েছে ২.৬১ শতাংশ। রোববারের তা ছিল ২.৩৪ শতাংশে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মোট ১৫ লক্ষ ২২ হাজার ৫০৪টি করোনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া, ওই সময়ের মধ্যে ১৪ লক্ষ ৮১ হাজার ৫৮৩ জনকে টিকা দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ১৬ জানুয়ারি দেশ জুড়ে টিকা দেয়া শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৫ কোটি ২৮ লক্ষ ৯২ হাজার ৪৬ জন টিকা পেয়েছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ জুলাই

Back to top button