চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৫২ জন
চুয়াডাঙ্গা, ০৫ জুলাই- চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে গত ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন শনাক্ত হয়েছে আরও ১৫২ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় ৫ জন এবং করোনা উপসর্গে মারা গেছেন ৬ জন। গত ২৪ ঘন্টায় ৩৭০ জনের নমুনা পরীক্ষায় ১৫২ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে চুয়াডাঙ্গায় মোট ১৩৪১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে হাসপাতালে ৭৭ জন এবং ১২৬৪ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এদিকে সদর হাসপাতালের হলুদ জোনে ভর্তি রয়েছেন ৬৫ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম জানান, চুয়াডাঙ্গায় ১৫২ জন নতুন শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৬৮ জন, আলমডাঙ্গা উপজেলার ২২ জন, দামুড়হুদা উপজেলার ১৮ জন ও জীবননগর উপজেলার ৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮০৫ জন। রোববার সুস্থ হয়েছেন ৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২৩৪৬ জন।
সূত্রঃ সমকাল