নিজস্ব পরিবহনে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে রাবি প্রশাসন
রাজশাহী, ০৫ জুলাই-লকডাউনের কারণে রাজশাহীতে আটকে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এজন্য আটকে পড়া সকল শিক্ষার্থীকে আগামী ৯ জুলাইয়ের মধ্যে নিবন্ধন করতে হবে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে ১৫ জুলাইয়ের পর পৌঁছে দেওয়া হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান শামীম এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীরা কে কোন জেলার আর রাজশাহীতে কতজন অবস্থান করছে সে তথ্য প্রশাসনের কাছে নেই। সেজন্য অনলাইনে নিবন্ধন করা হচ্ছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট কিংবা নিবন্ধনন লিংকে গিয়ে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপর তার জেলা ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করবে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে নিবন্ধন করতে হবে।
এ বিষয়ে রাবির রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, রাজশাহীতে করোনার প্রকপ ভয়াবহ। এখানে দীর্ঘদিন লকডাউন লকডাউন চলছে। এখন সারাদেশে কঠোর লকডাউন। সামনে ঈদ সেজন্য ঈদের আগে সব শিক্ষার্থীকে বাড়ি পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ জুলাইয়ের পর শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের পরিবহনে করে নিজ বিভাগ, প্রয়োজনে নিজ নিজ জেলা শহরে পৌঁছে দেওয়া হবে।
সূত্রঃ সমকাল