জাতীয়

কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও ৭ দিন

ঢাকা, ০৫ জুলাই – দেশে আবারও কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে করেছে বাংলাদেশ সরকার। লকডাউন ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়। আজ সোমবার (৫ জুলাই) দুপুরে এক সংবাদ বুলেটিনে এ তথ্য পাওয়া যায়।

এরআগে, কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়াতে ইতিমধ্যে সুপারিশ করেছিল কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রোববার (৪ জুলাই) রাতে বিষয়টি নিয়ে জানতে চাইলে কমিটির সদস্য অধ্যাপক এম ইকবাল বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আগেই কমপক্ষে দুই সপ্তাহ লকডাউনের পরামর্শ দিয়েছিলাম। সুপারিশে আমরা বলেছিলাম করোনার সুফল পেতে হলে তিন সপ্তাহ লকডাউন আইডিয়াল, না হলে কমপক্ষে দুই সপ্তাহ লকডাউন দিতে হবে।’

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেছিলেন, ‘করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। মৃত্যুর সংখ্যা এখনো একশ’র বেশি। তাই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।’

এরআগে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ নিয়ে গত ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। লকডাউনে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ রয়েছে। তবে শিল্প-কারখানা খোলা থাকলেও জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এই সময়ে। বিধিনিষেধ বাস্তবায়নে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী।

সূত্র: বিডি২৪লাইভ
এম ইউ/০৫ জুলাই ২০২১

Back to top button