কাঁচপুরের আল নূর পেপার মিলের গ্যাসলাইন লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৪ কর্মী
নারায়ণগঞ্জ, ০৫ জুলাই – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের আল নূর পেপার মিলের গ্যাসলাইন লিকেজ বিস্ফোরণে চার নিরাপত্তা কর্মী দগ্ধ হয়েছেন। রোববার (৪ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, আসাদুজ্জামান(৩২), ফারুক মিয়া (৪৫), মুস্তাক আহমেদ (৪২) ও তৌহিদ মিয়া (৫০)।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ডিএডি) তাহের হোসেন বলেন, রাত একটার দিকে আমাদের কাছে খবর আসে কাচঁপরের আল নূর পেপার মিলে গ্যাসের রাইজারের লিকেজ থেকে আগুন ধরেছে। নিরাপত্তার দায়িত্বে থাক চার জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে এবং স্থানীয়দের সহযোগিতায় দগ্ধ চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
দগ্ধ চারজনের মধ্যে, মুস্তাক আহমেদ ৭৮ শতাংশ, আসাদুজ্জামান ৭৫ শতাংশ, ফারুক ৫ শতাংশ ও তোফিজুল ৬৮ শতাংশ দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ফারুককে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
তথ্যসূত্র: আরটিভি
এস সি/০৫ জুলাই