পশ্চিমবঙ্গ

বালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং প্রয়াত

কলকাতা, ০৫ জুলাই – বিগত কয়েক বছর ধরেই লড়াই করছিলেন ক্যান্সারের সঙ্গে। সেই লড়াইয়ে হেরে মারা গেলেন সাবেক তৃণমূল বিধায়ক সুলতান সিং। রবিবার (৪ জুলাই) কলকাতার বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে সুলতান সিংয়ের বয়স হয়েছিল ৭৬।

বালি বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন সুলতান সিং। বামপন্থীদের শক্তঘাঁটি বালি থেকে তৃণমূলকে জয় এনে দিয়েছিলেন সুলতান সিং। পশ্চিমবঙ্গ রাজ্যের আইপিএস অফিসার হিসাবেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন সুলতান সিং। এইচআইটি চেয়ারম্যান হিসাবেও সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি।

গত ৩ দিন আগেই অসুস্থতা বাড়ে সুলতান সিংয়ের। বাইপাসের ধারে অ্যাপেলো হাসাপাতালে ৩ দিন ধরে চিকিৎসা চলছিল তার। অবশেষে রবিবার সকালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুলতান সিংয়ের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি। সুলতান সিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের রাজনৈতিক মহল।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/০৫ জুলাই ২০২১

Back to top button