আব্বাস বিরোধী বিক্ষোভে অংশ নেয়া এক আইনজীবীকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী
জেরুজালেম,০৫ জুলাই – ফিলিস্তিনের এক মানবাধিকার আইনজীবীকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। রোববার (৪ জুলাই) পশ্চিমতীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিরোধী বিক্ষোভে অংশ নেয়ার পর ওই আইনজীবীকে গ্রেফতার করা হয় বলে তার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এক বিবৃতিতে জানায়, রোববার সকালে আইনজীবী ফরিদ আল-আতরাশকে জেরুজালেমের পশ্চিমে একটি চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়। রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধে বিক্ষোভ শেষে রামাল্লায় ফিরছিলেন তিনি।
আইসিএইচআর জানায়, গ্রেফতারের পর আতরাশকে হাসপাতালে পাঠানো হয়েছে। আতারশের দ্রুত মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।
আতারশের বন্ধু এবং অধিকারকর্মী ইসা আমরো বলেন, ‘হাসপাতাল থেকে ঘণ্টাখানেক পরই আতরাশকে নিয়ে আসে ইসরায়েলি কর্তৃপক্ষ। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কেন তাকে হাসপাতালে নেয়া হয়েছিল তা জানা যায়নি।’
এদিকে, আতরাশের গ্রেফতারের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বা পুলিশ কোনো মন্তব্য করেনি।
এর আগে পশ্চিমতীরে হামলার বিরুদ্ধে বিক্ষোভ করায় আমরো এবং আতরাশকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। তবে আমরো বলেন, ‘গত মাসে ফিলিস্তিনি বাহিনীর হাতে গ্রেফতারের পর নিজার বানাত নামে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়। এই ঘটনার পর ফিলিস্তিন কর্তৃপক্ষের বিরুদ্ধে আতরাশ তার জোরালো অবস্থানের কারণে আলোচনায় আসেন।’
আমরো আরও বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারীদের পক্ষে কাজ করার অপরাধে রোববার মোহান্নাদ কারাজাহ নামে এক আইনজীবীকেও সাময়িকভাবে আটক করা হয়।’
তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/০৫ জুলাই