রূপচর্চা

অকালে পাকা চুল কালো করার ঘরোয়া উপায়

আপনার কালো চুল কি হঠাৎ করেই সাদা হয়ে যাচ্ছে? এরকম সমস্যা অনেকেরই হয়েছে। তবে এর সমাধান খুঁজতে অনেক কিছুই করে থাকবেন আপনি।

অনেকেই আছেন বয়স ৩০ পেরোতেই চুলগুলো একটু একটু করে সাদা হতে থাকে। তবে সাদা চুলে রঙ দিয়ে কালো করার লোকের সংখ্যা কয়েকগুন বেশি।

চুল রঙ করতে সাধারণত বাজারের হেয়ার কালার ব্যবহার করা হয়। এসব কেমিক্যাল থেকে অ্যালার্জি হতে পারে আর চুল তো রুক্ষ হয়ই।

বায়ু দূষণ, স্ট্রেস, অযত্ন, ভুল ডায়েট বা নানা রোগের কারণে অল্প বয়সেই চুলে পাক ধরতে পারে।

তবে সাদা চুল কালো করতে নির্ভর করতে পারেন প্রাকৃতিক হেয়ার ডাইয়ের ওপর। যা আপনার চুলের ক্ষতি করবে না।

আসুন জেনে নেই প্রাকৃতিক উপায়ে যেভাবে সাদা চুল কালো হবে-

১. এক কাপ পানিতে দুই চামচ চা দিয়ে ভালো করে ফুটিয়ে ঠাণ্ডা করে পুরো মাথায় খুব ভালো করে ঘষে ঘষে লাগান চায়ের লিকার। ঘণ্টাখানেক রেখে ধুয়ে নিন। এটি লাগানোর আগে শ্যাম্পু করে চুল শুকিয়ে নিন। মাসে দুইবার ব্যবহার করলে উপকার পাবেন।

আরও পড়ুন- নিয়মিত আঙ্গুর খেলে যেসব সুফল পাবেন

২. তাজা মেহেদি পাতা ও আমলকী বেটে মেশান কফির গুঁড়ায়। প্যাক তৈরি করে চুলে লাগিয়ে রাখুন দুইঘণ্টা। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। মাসে একবার ব্যবহার করতে পারেন।

৩. খুব কড়া করে কফি বানিয়ে ঠাণ্ডা করার পর পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন কফি। আধাঘণ্টা রাখুন, তারপর ধুয়ে নেবেন শুধু পানি দিয়ে। কফির গাঢ় রঙের আড়ালে ঢাকা পড়ে যাবে আপনার সাদা চুল। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন।

আডি/ ২০ অক্টোবর

Back to top button